রুশ সেনাদের বিরুদ্ধে লড়ছেন ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২২, ০৩:২৫ পিএম

রুশ সেনাদের বিরুদ্ধে লড়ছেন ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবী

ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রায় ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবী লড়াই করছেন। রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে তারা ওই দেশে যান।

আরও পড়তে পারেন: দুটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের বন্দি করার দাবি ইউক্রেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধিানী ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেন দূতাবাসের এক প্রতিনিধি সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানান। রবিবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরও পড়তে পারেন: পুতিনকে হারাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৬ দফা পরিকল্পনা

ইউক্রেনে সামরিক অভিযানের ১১তম দিনেও রাজধানী কিয়েভের পাশের একটি শহরে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। অভিযান শুরুর কয়েকদিনের মাথায় ইউক্রেনের হয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়তে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাসেবকদের দেশটিতে আসার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওইসময় জেলেনস্কি আরও জানান, রুশদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে আসতে স্বেচ্ছাসেবকদের ভিসাও লাগবে না। এমনকি এসব স্বেচ্ছাসেবক ভিসা ছাড়াই দেশটিতে ঢুকতে পারবেন বলেও জানিয়েছিল কিয়েভ।

এছাড়া, রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি ‘আন্তর্জাতিক সৈন্যদল’ গঠন করার আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  এর পক্ষে যুক্তি দিয়ে তিনি আরও জানান, প্রায় ১৬ হাজার বিদেশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক হয়েছেন।

Link copied!