করোনা শনাক্তের হার বাড়ছে লাফিয়ে, চলছে ষষ্ট ঢেউ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২২, ১১:৫৩ পিএম

করোনা শনাক্তের হার বাড়ছে লাফিয়ে, চলছে ষষ্ট ঢেউ

দেশে করোনা ভাইরাসে শনাক্তের হার আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। তবে এ সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ এবং ৫ জন মারা গিয়েছিলেন। গত সোমবার শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এখন করোনার ষষ্ট ঢেউ চলছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৩৮ জন ঢাকা বিভাগের, ১০ জন ময়মনসিংহ বিভাগের, ২৭ জন চট্টগ্রাম বিভাগের, ২৬ জন রাজশাহী বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ১৯ জন খুলনা বিভাগের, ৯ জন বরিশাল বিভাগের ও ৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৫ জন।

দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

কেন বাড়ছে শনাক্ত?

দেশে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত অন্তত পাঁচটি ঢেউ এসেছে। এক ঢেউ থেকে আরেক ঢেউয়ের ব্যবধান বরাবরই দুই থেকে তিন মাসের বেশি পর্যন্ত থেকেছে। কিন্তু পঞ্চম বা সর্বশেষ, অর্থাৎ চলতি বছরের জুন থেকে শুরু পঞ্চম ঢেউ শেষ হওয়ার এক মাসের মধ্যেই আবার নতুন করে সংক্রমণ বাড়ছে।

আইডিসিআর এর উপদেষ্টা মুশতাক হোসেন বলছেন, ‘এত অল্প সময়ের ব্যবধানে সংক্রমণ বৃদ্ধি এর আগে ঘটেনি। এটিকে ষষ্ঠ ঢেউ বলা যেতে পারে।’

গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া করোনার পঞ্চম ঢেউয়ের সংক্রমণ কমতে থাকে জুলাইয়ের শেষ দিকে এসে। আগস্টের প্রথম সপ্তাহের পর থেকেই করোনা শনাক্তের হার ৫–এর নিচে নেমে আসে। এবার পঞ্চম ঢেউ শেষ হওয়ার দিকে জনস্বাস্থ্যবিদেরা আশা করেছিলেন, পরের ঢেউ আসতে হয়তো আরও বেশি সময় লাগবে। আর সেটি এলেও খুব দীর্ঘস্থায়ী হবে না। ব্যাপক টিকাকরণকে এ ক্ষেত্রে একটি বড় সুরক্ষা বলে বিবেচনা করেছিলেন বিশেষজ্ঞরা।

তবে আগস্টের শেষ দিক সেই ধারনা ভুল প্রমাণ করে করোনার সংক্রমণ বাড়ছেই।

Link copied!