মুনিয়া আত্মহনন: প্ররোচনা মামলার চূড়ান্ত প্রতিবেদনে নারাজি আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২১, ০৫:০৫ পিএম

মুনিয়া আত্মহনন: প্ররোচনা মামলার চূড়ান্ত প্রতিবেদনে নারাজি আবেদন

গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল পুলিশ, তার বিরুদ্ধে নারাজি (অনাস্থা) আবেদন হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান ওই নারাজি আবেদন জমা দেন।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে চূড়ান্ত প্রতিবেদনে বাদী বলেন, পুলিশ মামলাটি সঠিকভাবে তদন্ত না করে প্রভাবিত হয়ে ‌‘অভিযোগ প্রমাণিত হয় নাই মর্মে আসামিকে অব্যাহতির আবেদন করেছেন। এ কারণে মামলাটি অন্য তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করার আবেদন করছেন তিনি।

ওই নারাজির উপর শুনানি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলেও জানিয়েছেন বিচারক।

এর আগে গত ১৯ জুলাই আদালতে মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ওই প্রতিবেদনে মুনিয়ার আত্মহত্যায় বসুন্ধরার এমডি সায়েমে সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল সন্ধ্যার পর মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে আসামি করেন।

Link copied!