আফগানিস্তানে মার্কিন সেনা পাঠানো ঐতিহাসিক ভুল: ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২১, ০২:৪৫ পিএম

আফগানিস্তানে মার্কিন সেনা পাঠানো ঐতিহাসিক ভুল: ট্রাম্প

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সেনা পাঠানো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন  দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় মঙ্গলবার (১৭ আগস্ট) মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুধু আফগানিস্তানে নয়, গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানোই ছিল ভুল সিদ্ধান্ত।

পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ জুনিয়রের বিরুদ্ধে সরব হয়ে ডোনাল্ড  ট্রাম্প আরও বলেন, 'আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি। এর জন্য আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। হাজারো মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। কিন্তু তাতে কোনো পরিবর্তন হয়নি। বরং পরিস্থিতি আরো খারাপ হয়েছে। সব ধ্বংস হয়ে গেছে।'

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক হাত নিয়েছিলেন ট্রাম্প। তালেবানের হাতে আফগান সরকারের  পতনের পর তুমুল সমালোচনার মুখে পড়েন জো বাইডেন। কাবুলের পতনের পর লজ্জাজনকভাবে সরিয়ে নেয়া হয়েছে মার্কিন নাগরিকদের। এ ঘটনায় অপমান-অপদস্ত হতে হয়েছে জো বাইডেনকে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় জো বাইডেনকে পদত্যাগ করার দাবি জানিয়ে বলেন, গোটা পরিস্থিতির দায় বর্তমান প্রেসিডেন্টকেই নিতে হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্য ঘিরে আমেরিকানসহ বিশ্ববাসীর কাছে মিলিয়ন ডলারের প্রশ্ন  উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই মনে করেন যে আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানো ভুল সিদ্ধান্ত, তাহলে তার ক্ষমতাকালে তিনি সেনা প্রত্যাহার করলেন না কেন?

এর উত্তরের জন্য ট্রাম্প অবশ্য মনে করিয়ে দিয়েছেন তিনি জুনের  মধ্যেই মার্কিন সেনা সরিয়ে নেওয়ার জন্য বলেছিলেন।এখানে আন্তর্জাতিক বিশ্লেষকদের জিজ্ঞাসা, তাহলে ক্ষমতায় থাকাকালে ডোন্ল্ড ট্রাম্প কেন তখন সেনাদের প্রত্যাহার করে নেননি? মার্কিন সেনাদের সরিয়ে নিতে এত বছর কেন অপেক্ষা করলেন?

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তালেবান প্রতিনিধি দলের নেতা মোল্লা আব্দুল গনি বারাদার ও যুক্তরাষ্ট্রের দূত জালমে খলিলজাদ কাতারের দোহায় নিজ পক্ষের চুক্তিতে সই করেন। ছবি: রয়টার্স

কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তি চুক্তি সই হয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ন্ পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবানের দোহা মুখপাত্র সোহাইল শাহীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিবিরের প্রশ্ন দোহায় সই হওয়া শান্তিচুক্তিটি কী ভুল ছিল না?

বাইডেন শিবিরের আরেকটি প্রশ্ন উঠে এসেছে ফক্স নিউজের প্রতিবেদনে। আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত বারাক ওবামা নেননি, ট্রাম্প প্রশাসনই নিয়েছিলেন। জো বাইডেন ক্ষমতায় এসে শুধু ট্রাম্পের ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। তাহলে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য বাইডেনকে দায়ি করলে ট্রাম্প নিস্তার পাবে কোন যুক্তিতে।

Link copied!