আইনটা গোপন করে আমাদের কী লাভ?

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২২, ১২:৩৫ এএম

আইনটা গোপন করে আমাদের কী লাভ?

নির্বাচন কমিশন (ইসি) গঠনের আইনে কোনো ধরনের গোপনীয়তা ও তাড়াহুড়ো করা হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আনিসুল হক।

সোমবার সকালে নির্বাচন কমিশন গঠনে উত্থাপিত বিল নিয়ে সংসদ ভবনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। 

আগের দিন বিল উত্থাপনের পর বিষয়টি নিয়ে সোমবার (২৪ জানুয়ারি) দুপুরের আগেই সংসদে বৈঠক করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বেলা ১২টায় এ বৈঠকে যোগ দেন আইনমন্ত্রী, ব্যারিস্টার রুমিন ফারহানা, শামীম হায়দায় পাটোয়ারীসহ কমিটির অন্য সদস্যরা।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ এই বিল পাস করার জন্য সরকারের কোনো তাড়াহুড়ো নেই। বলেন, যখনই আইনটি ক্যাবিনেটে পাস হয়েছে তাৎক্ষণিক ল লেজিসলেটিভ বিভাগের ওয়েব সাইটে দেওয়া হয়েছে। আর এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমি তো বুঝলাম না এখানে গোপনীয়তা কী, আর আমরা এত বোকা না, এই আইনটা গোপন করে আমাদের কী লাভ।”    

বিশেষ পর্যবেক্ষণে আইনটির কিছু ধারায় পরিবর্তন আসছে বলে ইঙ্গিত দিলেও, সেই ধারা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি আনিসুল হক।  আইনমন্ত্রী বলেন, “কিছু পরিবর্তন আসছে যেটা এখন বলব না। তার কারণ হচ্ছে এটা জানার সবচেয়ে আগে অধিকার আছে সংসদ সদস্যদের। যখন আমি এটা হাউসে উত্থাপন  করবো তখন সেইটা কী সংশোধন হবে সেখানেই সাব্যস্ত  হবে।”    

আনিসুল হক বলেন, এ বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়েছে। আইনে কিছু পরিবর্তন থাকবে। গত দুটি নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনা হয়েছে, ইনডেমনিটি দেয়া হয়নি। আওয়ামী লীগ ইনডেমনিটির রাজনীতি করে না।

Link copied!