কর্নাটকে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ঢাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৮:৩৯ পিএম

কর্নাটকে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ঢাবিতে মানববন্ধন

ভারতের কর্নাটকে হিজাব পরে কলেজে আসা নিয়ে সৃষ্ট বিতর্কে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। বুধবার সকাল পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, কর্নাটকের ঘটনা আমরা সবাই জানি। কে কোন ধরণের পোশাক পরবে এটা প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। আজকে সে বিষয়ে ভারতের আদালত রায় দেবে যে সেখানকার শিক্ষার্থীরা হিজাব পরতে পারবে কি না। আমরা আশা করি সবার স্বাধীনতা বজায় রেখে, ফ্রিডম অব চয়েজের ওপর ভিত্তি করে সে রায় আসবে।’

মানববন্ধনে অংশ নেওয়া ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরিফা তাসনিম ধর্মীয় সহিংসতা ছড়ানো ও পোশাকের ওপর বিধিনিষেধের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বোরকা পরাকে যারা তালেবান, জঙ্গি ইত্যাদির সাথে তুলনা করেন, তারাই মূলত সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। এটাই সহিংসতা এবং অসহিষ্ণুতা। আমার দেশ ধর্ম নিরপেক্ষ দেশ। যে যার পছন্দে স্লিভলেস, বোরকা, সালোয়ার-কামিজ পরবে; এটাই এ দেশের সম্প্রিতি। আমার বান্ধবী হিজাব-শাঁখা পরবে, গান করবে এটাই অসাম্প্রদায়কি চেতনা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমস্যা সমাধানের আহবান জানান। মানববন্ধন শেষে কর্নাটকের ঘটনার সংহতিতে একটি মৌন পদযাত্রা করেন ঢাবি শিক্ষার্থীরা।  এই পদযাত্রা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে প্রতিবাদ বেড়ে যাওয়ায় তিন দিনের জন্য সব হাইস্কুল এবং কলেজ বন্ধ করে দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। রাজ্যের কিছু কিছু জায়গায় পাথর নিক্ষেপকারী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সবার প্রতি আহবান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার ভারতের কর্ণাটকে একটি কলেজে যাওয়ার পথে গেরুয়া ওড়না পরা একদল যুবকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে হিজাব পরহিত শিক্ষার্থী মুসকানকে 'আল্লাহু আকবার' বলে প্রতিবাদ করতে দেখা গেছে। মুসকানের প্রতিবাদের সেই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ দেখা দেওয়ায় তিনদিনের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে প্রাদেশিক সরকার।

ওই ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের মান্ডিয়া কলেজে এক দল গেরুয়া ওড়না পরা যুবকের স্লোগান ও চিৎকারের মুখে পড়েন মুসকান। তবে তাদের বিরুদ্ধে একই রুকে দাঁড়ান দৃঢ় মনোবল নিয়ে। 

ওই যুবকরা যখন 'জয় শ্রী রাম' স্লোগান দিয়ে তার দিকে এগিয়ে আসছিলেন, মুসকানও পাল্টা 'আল্লাহু আকবার' বলে স্লোগান দেন। তারা যখন মুসকানের পিছু পিছু আসছিল তখনও মুসকান 'আল্লাহু আকবার'... 'আল্লাহু আকবার' বলছিলেন। এক পর্যায়ে ওই কলেজের কর্মকর্তারা তাকে যুবকদের কাছ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

Link copied!