কাউন্সিলর হত্যায় ‘বন্দুকযুদ্ধে’ দুই আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২১, ০৩:২৪ পিএম

কাউন্সিলর হত্যায় ‘বন্দুকযুদ্ধে’ দুই আসামির মৃত্যু

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। সোমবার(২৯ নভেম্বর) রাত ১টার দিকে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকায় দিকে এই ‘ বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মামলার ৩ নম্বর আসামি মো. সাব্বির হোসেন ও ৫ নম্বর আসামি মো. সাজেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওাস) আনওয়ারুল আজিম বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, “সোমবার (২৯ নভেম্বর) রাত দেড়টার দিকে শহরের সংরাইশ গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় একদল সন্ত্রাসীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে টিকতে না পেরে তারা পালিয়ে যায়। পুলিশ এসময় গুলিবিদ্ধ দুজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।” তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

কোতোয়ালি মডেল থানার ওসি আরও বলেন, “সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি চলার সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।” ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি, গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর বিকালে অস্ত্রধারী সন্ত্রাসীরা কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের পাথুরিয়াপাড়া থ্রি-স্টার এন্টারপ্রাইজের কার্যালয়ে ঢুকে গুলি করলে ঘটনাস্থলেই সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরও পাঁচজন। হত্যার ঘটনায় ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

Link copied!