কুমিল্লায় বাসের ধাক্কায় নিহত মাইক্রোবাসের দুই যাত্রী, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২২, ০৬:০০ এএম

কুমিল্লায় বাসের ধাক্কায় নিহত মাইক্রোবাসের দুই যাত্রী, আহত ৪

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। নিহতরা হলেন চান্দিনার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ গ্রামের খলিলুর রহমান সুয়ার ছেলে মোহাম্মদ টুটুল (৪৫) ও জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের আবদুর রশিদের ছেলে মো.মাহফুজ আলম (৩০)।

চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান।

নিহতদের স্বজনরা জানান, কয়েকজন স্বজন মিলে চান্দিনার বাখরাবাদ থেকে মাইক্রোবাসে করে ইলিয়টগঞ্জ যাচ্ছিলেন। পথে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাস পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টুটুল নিহত হন। আর মাহফুজ মারা যান হাসপাতালে নেওয়ার পথে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। 

পরিদর্শক সাইফুল বলেন, আহত চার-পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

Link copied!