ডিসেম্বর ৫, ২০২১, ০৬:৪৭ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনে কোন সুযোগ আছে কিনা তা দেখা হচ্ছে। রবিবার (০৫ ডিসেম্বর) আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক একথা জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে করা আবেদনের পরিপেক্ষিতে আইনমন্ত্রী বলেছিলেন, “আমরা অবশ্যই মানবিক, কেউ মারা যাক সেটা আমরা কখনোই চাই না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় মন্ত্রী তাদের এসব কথা বলেন।
এদিকে রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে তার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ হয়েছে।
সকাল থেকেই শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতারা মিছিল নিয়ে সমাবেশে আসেন। এ সময় শ্রমিক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।