নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: বাস চালকের সহকারী গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ১২:১২ পিএম

নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: বাস চালকের সহকারী গ্রেপ্তার

নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসান (১৭) গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয়। এ সময় গাড়ি চালাচ্ছিলেন চালকের সহকারী। চালকের সেই সহকারীকে গতকাল বুধবার (২৪ নভেম্বর) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশে গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মো. ফারুক হোসেন এসব কথা জানান।

তিনি বলেন, চালক সহকারীকে গাড়ি দিয়ে বাসায় চলে যান। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন চালকের সহকারী, পরিচ্ছন্নতা কর্মী নয়। রাতে পল্টন থানার পুলিশ ওই চালকের সহকারীকে গ্রেপ্তার করে। তবে তিনি চালকের সহকারীর নাম বলেননি।

মো. ফারুক হোসেন বলেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ ব্যাপারে রাজধানীর পল্টন থানায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ঢাকার কামরাঙ্গীরচরের বাসা থেকে আরামবাগের নটর ডেম কলেজে যাওয়ার পথে গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ডিএসসিসি ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নাঈম হাসান।

নাঈমের মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠীরা গুলিস্তান মোড়ে এসে জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যায় নগর ভবনে। এ ঘটনায় আজও বিক্ষোভ করছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

Link copied!