মামলার প্রতিবাদে হিজড়াদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২১, ০২:০৩ এএম

মামলার প্রতিবাদে হিজড়াদের মানববন্ধন

রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও আদালতে নিজেদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের দাবি ও এ বিষয়ে প্রশাসনের সহযোগিতার চেয়ে মানববন্ধন করেছে হিজড়া সম্প্রদায়। 

বৃহস্পতিবার(১১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরে সাধারণ  হিজড়া সংগঠনের ব্যানারে তারা এ মানববন্ধন করেন।

সম্প্রতি হিজড়াদের প্রধান দুই গ্রপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর এক গ্রুপের আপন ও আব্বাস উদ্দিন অপর গ্রুপের তিন শতাধিক হিজড়ার নামে মামলা দায়ের করে।

এরই প্রতিবাদে  ‘হিজড়া সন্ত্রাসী আপন ও আব্বাস উদ্দিন আশিক কর্তৃক তিন শতাধিক হিজড়ার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই’ শীর্ষক ব্যানারে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েক শত হিজড়া মানববন্ধন করেন।

মানববন্ধনে এক পক্ষের হিজড়া গুরু হাজী কচি গণমাধ্যমে বলেন, লুটেপুটে খেতে আমাদের দাবিয়ে রাখার জন্যই আপন হিজড়া ও তাঁর সহযোগীরা হামলার নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমি চাই ওই দিনের ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করা হোক। সেই সঙ্গে ওই এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করুক প্রশাসন। তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে। 

তিনি বলেন, ওই সব মামলায় আমি শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও আমাকে আসামি করা হয়েছে। তাই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। 

মানববন্ধনে মানববন্ধন থেকে এই দুটি মামলা সাজানো (মিথ্যা) দাবি করে হিজড়া গুরু রাখি শেখ বলেন, আপন ও তাঁর প্রধান সহযোগী আশিক সন্ত্রাসী। তাঁরা সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ক্যাডারদের কাঁধে ভর করে উত্তরাতে ত্রাসের রাজত্ব করছে। এদের দমন করতে প্রশাসনের সহযোগিতা চাই। 

মানববন্ধনে আসা নুসরাত জাহান মৌ নামে এক হিজড়া বলেন, আমি একজন অভিনয় শিল্পী। বিভিন্ন টিভি চ্যানেলে সহশিল্পীর অভিনয় (নাটক) করে সংসার চালিয়ে ঢাকা শহরে বসবাস করি। আপনার হিজড়ার ভাড়াটে নারী ফাতেমা আমার নামের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই আমি চাই এসব মামলার সুষ্ঠু তদন্ত হোক। সেই সঙ্গে আসল অপরাধীদের পুলিশ খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক। 

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর বিকেলে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কে হিজড়া হাজী কচি ও হিজড়া আপনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হন। পরের দিন ২৬ অক্টোবর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আপন হিজড়ার স্বামী আব্বাস উদ্দিন আশিক বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও দুই থেকে তিন শ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। 

Link copied!