ময়লার গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যুতে চালকের দায় পায়নি ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২১, ০২:৩৩ এএম

ময়লার গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যুতে চালকের দায় পায়নি ডিএসসিসি

ময়লার গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যুতে চালক মোরশেদ আলমের কোন গাফিলতি পায়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ডিএসসিসির তথ্য কর্মকর্তা আবু নাসের এ বিষয়টি নিশ্চিত করেন।

ডিএসসিসির তথ্য কর্মকর্তা আবু নাসের বলেন, “বিষয়টি খতিয়ে দেখে হচ্ছে। চালকের কোনো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা পুলিশের কাছে থেকে জানতে পেরেছি রিকশাটি উল্টো পথে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া গাড়ি দেখে রিকশাচালক ডানে-বাঁয়ে করতে গিয়ে লোকটি রাস্তার ওপরে পড়ে যান। পরে তিনি গাড়ির নিচে পড়েন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর ওয়ারী টিকাটুলী রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক ব্যক্তি নিহত হন। 

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। ঢাকার গেন্ডারিয়ায় সপরিবারে থাকতেন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন জানান, রাজধানী সুপার মার্কেটের সামনে ডিএসসিসির একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যান। 

সেদিন রাতেই র‍্যাব-১০ যাত্রাবাড়ী এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে চালককে আটক করে।

Link copied!