সার্চ কমিটির বৈঠক ২০ জনের প্রাথমিক তালিকা প্রস্তুত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৯:১৫ এএম

সার্চ কমিটির বৈঠক ২০ জনের প্রাথমিক তালিকা প্রস্তুত

সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ (সমন্বয় ও সংস্কার) সচিব শামসুল আরেফিন বলেন, আজকের সভায় অনুসন্ধান কমিটির সকল সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন। আইনে প্রদত্ত, বর্নিত ও যোগ্যতা অনুসারে যাচাই পূর্বক প্রস্তাবিত নাম থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী দুই একটি সভার মধ্যে দিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তী সভায় রবিবার বিকেল ৪টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

প্রস্তাবিত নামের বাইরে আর কোন নাম আসবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দু-একটি মিটিং এর পরে বিস্তারিত জানতে পারবেন। কমিটির সিদ্ধান্তের উপর সকল কিছু নির্ধারণ করা হবে। 

১০ জনের নাম প্রকাশ করা হবে কি না এমন এক প্রস্তাবে তিনি আরো বলেন, সকল কিছু কমিটির সিদ্ধান্তের ওপরই নির্ধারণ করা হবে। দিতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও অরাজনৈতিক ব্যক্তিদের নাম। রাষ্ট্রীয় নিয়ম কাঠামো অনুযায়ী যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির নির্দেশে গঠিত এ কমিটি ১০ জনের নাম প্রস্তাব করবেন। এ লক্ষ্যে কমিটি ৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠক করে। এরপর ৮ ফেব্রুয়ারি হয় দ্বিতীয় দফার বৈঠক। ১২ ফেব্রুয়ারি তৃতীয় দফায় ও ১৩ ফেব্রুয়ারি চতুর্থ দফায় সার্চ কমিটি বৈঠক করে দেশের বিশিষ্ট অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে। ১২ ও ১৩ ওই দুদিনের বৈঠক থেকে ৩২২ জনের নামের তালিকা আসে সার্চ কমিটির কাছে যা পরে প্রকাশ করে কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ার কাজে থাকা মন্ত্রিপরিষদ বিভাগ। সবগুলো বৈঠকই একই জায়গায় অনুষ্ঠিত হয়।

সার্চ কমিটির বৈঠক

বুধবার, ১৬ ফেব্রুয়ারি, বৈঠক করে কমিটি নতুন বৈঠকের সময় ঘোষণা করে ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায়। ২৭ ফেব্রুয়ারি শেষ হবে সার্চ কমিটির মেয়াদ। তার আগে ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে নামের তালিকা জমা দেবেন কমিটির সদস্যরা। ১০ জন থেকে ১ জনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জনকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।     

৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকের পর নিবন্ধিত রাজনৈতিক দল এবং ব্যক্তিগতভাবে নাম চেয়েছিল সার্চ কমিটি। এরপর বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বাদে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে তিন শতাধিক নাম জমা পড়ে। 

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

আরও পড়তে পারেন-

বিএনপির শাষণামলের সমালোচনা করে জয়ের পোস্ট

সরকার তরুণ প্রজন্মকে ভুল তথ্য দিচ্ছে-ফখরুল

 

Link copied!