হুমকির ১৬দিনের মাথায় দুদক কর্মকর্তাকে চাকরিচ্যুত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০১:৪৪ এএম

হুমকির ১৬দিনের মাথায় দুদক কর্মকর্তাকে চাকরিচ্যুত

‘চাকরি খাওয়ার হুমকি’ দেওয়ার ১৬ দিনের মাথায় চাকরিচ্যুত হয়েছেন দুর্নীতি দমন কমিশন— দুদকের কর্মকর্তা শরীফ উদ্দিন। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান ওই হুমকি দিয়েছিলেন।

এই চাকরিচ্যুতিকে সততার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পুরস্কার বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা। গণমাধ্যমকে তিনি বলেছেন, গত ৩০শে জানুয়ারি সন্ধ্যায় আইয়ুব খান আরো কয়েকজনকে নিয়ে আমার বাসায় এসে আমাকে হেনস্তা করেন ও এক সপ্তাহের মধ্যে আমাকে চাকরিচ্যুত করবেন বলে হুমকি দেন। আমাকে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তখন আমি সেই হুমকি-ধামকির সিসিটিভি ফুটেজ নিয়ে সেই রাতেই খুলশী থানায় জিডি করি। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো আইয়ুব খানের কথাই সত্য হয়েছে।

এক সপ্তাহের মধ্যে না পারলেও ১৬ দিনের মাথায় আমার চাকরি ওই প্রভাবশালীরা কেড়ে নিয়েছে। আমি সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পুরস্কার শেষ পর্যন্ত এটাই পেলাম। শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তার সহকর্মীরা। তার ওই চাকরিচ্যুতির বিষয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

টিআইবি বলেছে, প্রভাবশালী সিন্ডিকেটের চাপের কারণেই দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করার দাবিও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রসঙ্গত, আগেরদিন বুধবার দুদক কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী দুদক চেয়ারম্যান মো. মঈনউদ্দীন আবদুল্লাহ উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করেন। তিনি সর্বশেষ পটুয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।

Link copied!