ডিসেম্বর ২২, ২০২১, ১১:৫৪ পিএম
তুরস্কের নিজেদের উৎপাদিত ভ্যাকসিন তুর্কভ্যাকের অনুমোদন দিয়েছে। কেবল জরুরি প্রয়োজনে ব্যবহার করতে এই অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফারহাতিন কোকা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে ব্যাপকভাবে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হবে।
ফারহাতিন কোকা বলেন, “আজ থেকে আমরা বিশ্বের কোভিড টিকা উৎপাদনকারী ৯ টি দেশের একটি।”
এদিকে, তুর্কভ্যাক তৈরির কাজ শুরুর আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান প্রতিজ্ঞা করেছিলেন, সারাবিশ্বের মানুষের কাছে তিনি এই টিকা সহজলভ্য করবেন। মানব কল্যাণে এই টিকা ব্যবহৃত হবে বলেও জানিয়েছিলেন তিনি।
এরদোগান বলেছেন, “প্রয়োজনীয় সকল অনুমোদন লাভ করেই আমাদের এই তুর্কভ্যাক ভ্যাকসিনটি উৎপাদন এবং ব্যবহারে পর্যায়ে এসেছে। এটি আমাদের জাতিকে কোভিড থেকে রক্ষার্থে আমাদের প্রচেষ্টাকে প্রতিফলিত করেছে।”