করোনায় ভয়াবহ হচ্ছে নেপালের পরিস্থিতি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২১, ০২:৩৭ পিএম

করোনায় ভয়াবহ হচ্ছে নেপালের পরিস্থিতি

সম্প্রতি  আশঙ্কাজনকভাবে বাড়ছে হিমালয় কন্যা নেপালে  করোনা  শনাক্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ৮ হাজার ৬০৫ জনের শরীরে মিলেছে ভাইরাসটি। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে পরিস্থিতি ভারতের মতই ভয়াবহ রূপ নিতে হতে পারে, এমন আশঙ্কা করছেন চিকিৎসকরা। 

হাসপাতালগুলোয় বেডের পাশাপাশি দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা। প্রচণ্ড অক্সিজেন সংকটে ভুগছে পর্যটন শিল্পের জন্য বিখ্যাত দেশটি। বুধবারও করোনায় মারা গেছেন ৫৮ জন।সবমিলিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩ হাজার ৪৭৫। শ্মশানে জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে খোলা জায়গায়ও চলছে সৎকার।

পর্যটনের ওপর নির্ভরশীল দেশটি ভুগছে চরম অর্থনৈতিক সংকটেও। কারণ মহামারির বিস্তাররোধে গেলো দেড়বছর ধরে বন্ধ পর্বতারোহণ। নেই বিদেশী পর্যটকদের আনাগোনাও।

এ পরিস্থিতিতে বিশ্বনেতাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, নেপালে প্রতিদিন ১ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ভারতেও সংক্রমণের হার দুই সপ্তাহ আগে এমন ছিল।

 

সরকারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) জানায়, গত সপ্তাহান্তে যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছে তার ৪৪ শতাংশই পজিটিভ এসেছে।

নেপালের রেডক্রসের চেয়ারপারসন ড. নেত্রা প্রসাদ তিমসিনা এক বিবৃতিতে বলেন, যদি যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তবে ভারতের পরিস্থিতি এখন যেমন ভয়াবহ নেপালের পরিস্থিতিও তেমন হতে পারে।

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. সামির আধিকারী বলেন, পরস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে। ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যে চলে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

এক মাস আগেও নেপালে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০০। এখন তা ৮ হাজার ৬০০ পেরিয়েছে। পরিস্থিতি এমন হওয়ার জন্য অনেকেই ভারতের সঙ্গে দেশটির অবাধ, খোলা সীমান্ত থাকাকে দায়ী করেছেন।

এ পর্যন্ত করোনা ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৯ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৪৯০ জন।

 

Link copied!