রামেক হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২১, ১০:৪২ এএম

রামেক হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪ জন। শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৫ জন পজিটিভ, ৯ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতাল থেকে প্রেরিত কোভিড১৯ সারসংক্ষেপে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে (১ থেকে ২৫ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৭৭ জন। এর মধ্যে ১৩৮ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

নতুন মৃতদের ৬ জন রাজশাহীর (পজিটিভ ২, উপসর্গে ৪), চাঁপাইনবাবগঞ্জের ৪ জন (পজিটিভ ২, উপসর্গে ২), নওগাঁর ৩ (পজিটিভ ১, উপসর্গে ২) ও নাটোরে ১ জন উপসর্গে মারা যান। মৃতদের ৭ জন পুরুষ ও ৭ জন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ (পুরুষ ২) জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ (পুরুষ ১, নারী ৩) জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ (পুরুষ ২, নারী ৩) জন ও ৬১ প্লাস বছর বয়সী ৪ (পুরুষ ৩, নারী ১) জন রয়েছেন।

কোভিড-১৯ বিষয়ক সারসংক্ষেপ অনুসারে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৫, নওগাঁর ৬, পাবনার ১ ও কুষ্টিয়ার ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।

Link copied!