ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল যুক্তরাজ্য

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৮, ২০২১, ০৮:৩৩ পিএম

ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল যুক্তরাজ্য

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) থেকে যুক্তরাজ্যে দোকান ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের বরাত দিয়ে আজ রোববার (২৮ নভেম্বর) বিবিসি এ তথ্য জানিয়েছে।

সাজিদ জাভিদ জানান, মাস্ক পরার নিয়ম মঙ্গলবার থেকে কার্যকর হলেও, 'কয়েক সপ্তাহের মধ্যেই' এসব ব্যবস্থা আবার তুলে নেওয়া যাবে বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, ৪টি দেশ সম্মত হলে 'যত দ্রুত সম্ভব' বিদেশ থেকে আগত সবাইকে পিসিআর পরীক্ষার আওতায় নেওয়া হবে।

বিবিসির এক অনুষ্ঠানে সাজিদ জাভিদ বলেন, “আমাদের যে অগ্রগতি হয়েছে, তা রক্ষার জন্যই আমরা এসব ব্যবস্থা নিয়েছি। যাতে আমরা সবাই আমাদের পরিবারের সঙ্গে বড়দিন উপভোগ করতে পারি।”

উল্লেখ্য, এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জোভেদ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই ব্যক্তি শনাক্ত হওয়ার খবর জানান। 

বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেন, “এই ওমিক্রন ধরন টিকার কার্যকারিতা কমিয়ে দিতে পারে।”

Link copied!