বিশ্বের সবচেয়ে বড় ঔষধ তৈরিকারক প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া বাজারে নতুন একটা টিকা আনার পরিকল্পনা করছে। সেরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানান, চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ‘কোভাভ্যাক্স’ নামের এই টিকার ট্রায়াল শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।
সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন বানাচ্ছে একটি মার্কিন কোম্পানি। ইতোমধ্যে এই টিকার ট্রায়াল শুরুও হয়ে গেছে।
আদর পুনাওয়ালা এক টুইট বার্তায় জানান, নতুন এই টিকা করোনার দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করতে সক্ষম। এই ভাইরাসের বিরুদ্ধে কোভোভ্যাক্স এর কার্যকারিতা ৮৯ শতাংশ বলে তার দাবি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে করোনার প্রথম টিকা ‘কোভিশিল্ড’ প্রস্তুত করেছে সেরাম ইন্সটিটিউট। ভারতে এখন যে দুটি করোনার টিকা দেওয়া হচ্ছে তার মধ্যে কোভিশিল্ড অন্যতম। এছাড়া একাধিক দেশেও সেরামের তৈরি কোভিশিল্ড পাঠিয়েছে ভারত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।