রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘নিহতদের মধ্যে ছয়জন করোনা আক্রান্ত ছিল; বাকিরা করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ২ ও নওগাঁর ৩ জন।’
তিনি আরও জানান, ‘চলতি মাসের ১৮ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৮৩ জন মারা গেছেন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০২ জন; বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।’
এ দিকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কিছুটা কমেছে জানিয়ে শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন; যা আগের দিন ছিল ৪৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৩১ জন।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪৯ জন। যা আগের দিন ছিল ৩৫৮ জন।
লকডাউন
শুক্রবার থেকে রাজশাহী নগরজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার ‘সর্বাত্মক লকডাউন’। গত ১১ জুন এক সপ্তাহের জন্য রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়; যা বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে।
তবে মৃত্যু ও শনাক্তের হার না কমায় চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়। গত বুধবার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা বৈঠক করে সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৪ জুন রাত ১২টা পর্যন্ত করার ঘোষণা দেয়।
লকডাউনে শুক্রবার সকাল থেকেই রাজশাহী নগরের রাস্তাঘাট ফাঁকা রয়েছে। দোকান-পাটও বন্ধ রয়েছে।