রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আবারও বেড়েছে মৃত্যু ও রোগী ভর্তির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে সেই সঙ্গে নতুন রোগী ভর্তি হয়েছে ৪০ জন। বৃহস্পতিবার এই সংখ্যা যথাক্রমে ৯ জন ও ৩৭ জন ছিল।
রামেক হাসপাতাল থেকে প্রেরিত প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত পর্যন্ত মারা যাওয়া ১৩ জনের মধ্যে করোনা পজিটিভ ৫ জন, করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ১ জন এবং করোনার উপসর্গে ৭ জন মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন ও পাবনার ৩ জন। মৃতদের ৭ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ৪ জনের বয়স ৫১ বছরের ঊর্ধ্বে, ১ জনের বয়স ৪১ বছরের ঊর্ধ্বে ও ১ জনের বয়স ২১ বছরের ঊর্ধ্বে।
প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩২৫ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ২০ জন।