আগের দিন কমলেও গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আবারও বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৬। তবে গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু কমেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, আগের দিন চার জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন এক জন। অন্যদিকে, আগের দিন ২৬৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৩৭৩ জন। অন্যদিকে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিন ছিল ১ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ।
সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।
দেশে আগের দিন ২৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৫৭ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।