আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্লে-অফের ম্যাচ দিয়ে মিরপুরের মাঠে ফিরছে দর্শক। বিসিবির তরফ থেকে সরকারের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। এলিমিনেটর, দুইটি কোয়ালিফায়ার ম্যাচ ও একটি ফাইনাল ম্যাচ মাঠে বসে সরাসরি দেখতে পারবেন দর্শকরা। তবে সংখ্যাটা ৩ হাজারের মতো। এছাড়া সংক্রমণের এমন নিম্নগতি থাকলে আফগানিস্তান সিরিজেও দর্শক প্রবেশের ব্যবস্থা থাকতে পারে।
এদিকে, বিপিএলের শেষ দিকের কিছু ম্যাচে ডিসিশিন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছিল বিসিবি।
ইতিমধ্যে ডিআরএস প্রযুক্তি ঢাকায় চলে এসেছে। তবে টেকনিশিয়ানরা এখনো এসে পৌঁছাননি। তবে ডিআরএস প্রযুক্তি ব্যবহার না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।