মার্চ ২৯, ২০২২, ০৩:২৪ পিএম
ইউক্রেনে রাশিয়া পারমাণবিক হামলা করবে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ‘রাশিয়া একমাত্র তখনই পারমাণবিক হামলা চালাবে, যখন তার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এ ছাড়া রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা করবে না।’ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রুশ প্রেসিডেন্টের আর ক্ষমতায় থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন বাইডেন। এসব বক্তব্যকে উদ্বেগজনক বলে জানিয়েছেন পেসকভ।
পেসকভ আরও বলেন, এটি তিনি ব্যক্তিগতভাবে কটাক্ষ করেছেন। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রাশিয়ার ক্ষমতায় কে থাকবেন, সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারণ করবেন না। পেসকভ ইউক্রেনের সাধারণ নাগরিকের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, রাশিয়া ইউক্রেনের সাধারণ নাগরিকের ওপর হামলা করছে না। রুশ সেনাবাহিনী শুধু ইউক্রেনের সামরিক স্থাপনার ওপর হামলা করছে।