গুলিস্তানের সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণকে সন্দেহের চোখে দেখছে র্যাব। ওই বিস্ফোরণের বিষয়ে র্যাব মহাপরিচালক এম. খুরশীদ হোসেন বলছেন, সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যেগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত। ঘটনার দিন আজ মঙ্গলবার রাত পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভবন বিস্ফোরণে হতাহতদের পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, নগরবাসীর জন্য আতংকের কিছু নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত না করে হুট করে কিছু বলা যাবে না। কিন্তু আমাদের কাছে সন্দেজনক মনে হচ্ছে। সেজন্য আমরা গোয়েন্দা নামিয়েছি, তারা খতিয়ে দেখবে বিষয়গুলো।
খুরশিদ হোসেন বলেন, সাম্প্রতিককালে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। সেগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত। বিষয়গুলোর সাথে কোনো নাশকতা আছে কি না, জানার জন্য র্যাবের গোয়েন্দা টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। কাজ করার পর বলতে পারবো, আসলে ঘটনা কী।
এদিন বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভবনটির সাত তলার নিচতলায় ৮ থেকে ৯টি স্যানিটারির দোকান ছিল। বিস্ফোরণে সবগুলো দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় তলাতে এসব দোকানের গোডাউন ছিল। অন্যদিকে চতুর্থ তলা থেকে শুরু করে সাত তলা পর্যন্ত ছিল আবাসিক বাসাবাড়ি।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শতাধিক। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।