মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সোমবার (০৮ নভেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
রাধাগোবিন্দপুর গ্রামের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওই দুইজন নিহত হন। নিহতরা হলেন, জাহারুল ও সাহাদুল।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক দুই ভাই জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলাম নিহত হন। আহত হয়েছেন অন্তত ৫০ জনেরও বেশি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এবং গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিবি দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলছেন, ইউপি সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুলের লোকজন আজ সকালে স্থানীয়দের কাছে ভোট চাইতে গেলে আতিয়ারের কর্মীরা বাধা দেন। এ সময় দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আজমাইন হোসেন টুটুলের দুই কর্মী নিহত হন এবং উভয়পক্ষের অর্ধশতাধিক সমর্থক আহত হয়। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের গাংনী, মেহেরপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এরই মধ্যে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।