দুই কৃষকের আত্মহত্যায় সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ০৪:২৩ পিএম

দুই কৃষকের আত্মহত্যায় সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমিতে সেচের পানি না পেয়ে অভিমানে বিষাক্ত কীটনাশক পান করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ভাইয়ের মারা যাওয়ার ঘটনায় গভীর নলকূপের অপারেটর শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার রাত ১টার দিকে উপজেলার চব্বিশনগর কদম শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।শাখাওয়াত হোসেন উপজেলার ইশ্বরীপুর এলাকার বাসিন্দা। তিনি ওয়ার্ড শাখা কৃষক লীগের সভাপতি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বহুল আলোচিত সেচের পর্যাপ্ত পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচণা মামলার পলাতক আসামি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর মো. সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি দুজনেই বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু ১২ দিন ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরলেও তারা সেচের পানি পাচ্ছিলেন না। এই ক্ষোভে গত ২৩ মার্চ সন্ধ্যার আগে গভীর নলকূপের সামনেই দুজনে বিষপান করেন। এতে গ্রামেই অভিনাথের মৃত্যু হয়। আর রবিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। একদিন পর তারও মৃত্যু হয়।

এ ঘটনায় সেচ পাম্প অপারেটর সাখাওয়াতকে অভিযুক্ত করে গোদাগাড়ী থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেন নিহত কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রোম।

Link copied!