প্রতিবাদী গান কবিতা নাটকে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৩, ০৪:৪৩ পিএম

প্রতিবাদী গান কবিতা নাটকে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবি

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গান, পথনাটক, কবিতা পাঠ, পারফরম্যান্স আর্ট ও চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করা হয়। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে  এক সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে একদল লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিক।

শুক্রবার (১৩ অক্টোবর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গান, পথনাটক, কবিতা পাঠ, পারফরম্যান্স আর্ট ও চিত্রকর্ম প্রদর্শনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সমাবেশের পালন করেন তারা।

সমাবেশে কবিরা কবিতা আবৃত্তি করেছেন। কবিতার মধ্য দিয়ে বর্তমান সরকারের সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেছেন তাঁরা। পথনাটকের মধ্য দিয়ে বর্তমান সরকারের ‍‍`উন্নয়ন ধারণাকে‍‍` ব্যঙ্গ করা হয়।

সরকারের ‍‍`সর্বগ্রাসী‍‍` চরিত্র বোঝাতে ‍‍`পোট্রেট অব ডিক্টেটর‍‍` নামে ভাস্কর্য প্রদর্শন করেন ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার। দেখা যায়, ভাস্কর্যটির বিশাল মুখ হা করে আছে; মুখের ভেতর টাকার বান্ডেল, পয়সা ও ভোটের বাক্সসহ বিভিন্ন বস্তু। এ বিষয়ে জানতে চাইলে শিমুল কুম্ভকার বলেন, ‘বর্তমান সরকার দেশকে গ্রাস করার প্রতীকীরূপে এটি বানানো হয়েছে।’

এতে ‍‍`ডেভেলপমেন্ট‍‍` নামে নাটক অভিনয় করেন তীরন্দাজ রেপার্টরি। ‍‍`একটি ক্ষুধার্তের গল্প‍‍` নামে মাইম প্রদর্শন করেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমি। এছাড়াও গান পরিবেশন করেন অরূপ রাহী,  সমগীত, সহজিয়া,মূয়ীয মাহফুজ, আনা নাসরিন, রাহাত শান্তনু,ফারজানা ওয়াহিদ শায়ান প্রমুখ।কবিরা এতে কবিতা পাঠ করে শোনান।

সাংস্কৃতিক সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত হন লেখক আলতাফ পারভেজ, চলচ্চিত্রকার মোহাম্মদ কাইয়ুম, সাংবাদিক মামুন হোসাইন, গণসংহতির প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সাংবাদিক সোলায়মান খান, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, লেখক ও রাজনৈতিক কর্মী ফিরোজ আহমেদ, চিত্রশিল্পী সুমন হালদার, লেখক শওকত হোসেন, কথাসাহিত্যিক শামসুজ্জামান হিরা, গবেষক মাহতাবউদ্দিন আহমেদসহ প্রমুখ।

Link copied!