ছবি:সংগৃহীত
টিএসসির মঞ্চে জমজমাট আয়োজনে দর্শক মাতালো সেলিম আল দ্বীনের রচনা এবং রিফাত জাহান শাওনের নির্দেশিত নাটক" সঙবাদ কার্টুন"!
১৭ তম কেন্দ্রীয় নাট্যোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির মঞ্চে মঞ্চস্থ হয়েছে নাট্যাচার্য সেলিম আল দীনের নাটক সঙবাদ কার্টুন।
নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রিফাত জাহান শাওন। আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে টিএসসির মঞ্চে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
নাটকটিতে অভিনয় করেছেন মহিউদ্দিন রনি, শান্তা আক্তার, টুম্পা রানী দাস,জিনিয়া ইসলাম, ফারিহা তাসনিম হৃদি, সাদমান মুবতাসিম আদীব, প্রমুখ।
স্বাধীনতা উত্তর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ডামাডোল, নাগরিক নৈরাজ্য ও অনিশ্চয়তার চিত্র তুলে ধরে ব্যাঙ্গ-বিদ্রূপ করা হয়েছে সঙবাদ কার্টুনে।
নাটকের সংলাপ ও পরিস্থিতি বিনির্মাণে অ্যাবসার্ড নাটকের ছায়া থাকলেও স্যাটায়ারের মতো ব্যাঙ্গ-বিদ্রূপও সমানভাবে লক্ষ্য করা যায়।
নাট্যকার সংলাপ প্রধান নাটকটির ঘটনাপ্রবাহে সিম্বলিজম ব্যবহার করে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের বিভিন্ন অবক্ষয়ের চিত্র উপস্থাপনের মাধ্যমে দর্শকদের মূল্যবোধে প্রশ্ন ছুড়েছেন।
অতীতের ন্যায় বর্তমান সমাজ যেভাবে প্রভাবিত এবং দর্শক যেন নাটকের রস আস্বাদন করার মাধ্যমে বর্তমান ও অতীতের পার্থক্য নিরিক্ষা করতে পারে নির্দেশক সেই চেষ্টাই করেছেন।
আশা করা যায় দর্শক যুদ্ধবিধ্বস্ত দেশের সামগ্রিক দৃশ্যপট দেখে নির্ণয় করতে পারবে কিভাবে বাংলাদেশে অরাজকতা ও নৈরাজ্যের বংশবিস্তার ঘটলো।