ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কারের ১১তম আসর বসছে শনিবার

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১০:২২ পিএম

ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কারের ১১তম আসর বসছে শনিবার

ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কারের ১১তম আসর বসছে শনিবার। রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২০২১ সালের বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে। ব্র্যাক ব্যাংক এবং সমকাল যৌথভাবে এ আয়োজন করেছে। দর্শক ও পাঠকদের জন্য পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সমকাল অনলাইন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর, হা-মীম গ্রুপ ও টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন। সভাপতিত্ব করবেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন।

এবারের আসরে সাহিত্যের তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো: 'কবিতা ও কথাসাহিত্য', 'প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ' এবং 'তরুণ সাহিত্য পুরস্কার'। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ নিয়ে মননশীল শাখা এবং কবিতা ও কথাসাহিত্য নিয়ে সৃজনশীল শাখা- এ দুই সাহিত্যিক শ্রেণিতে বিজয়ী লেখকরা পাবেন ২ লাখ টাকা। তরুণ সাহিত্য পুরস্কার বিজয়ী পাবেন ১ লাখ টাকা। এবারে নতুন সংযোজন করা হলো 'আজীবন সম্মাননা'। এই বিভাগে সম্মানী হিসেবে ৫ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া আজীবন সম্মাননাপ্রাপ্ত এবং বিজয়ীদের দেওয়া হবে ক্রেস্ট, উত্তরীয় ও মানপত্র।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি আবিদ আনোয়ার, গবেষক ও প্রাবন্ধিক ড. ফয়জুল লতিফ চৌধুরী এবং প্রাবন্ধিক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস- এই চার গুণীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সেরা সাহিত্য নির্বাচন করবে।

সমকাল ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগ ও আয়োজনে ২০১১ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়। বাংলা ভাষার লেখক এবং সাহিত্যিকদের অনুপ্রাণিত করতে তাঁদের উন্নতমানের সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। তবে করোনার কারণে গত বছরের ২১ জানুয়ারি ২০১৯ ও ২০ সালের পুরস্কার দেওয়া হয় একসাথে। এক দশকের পথচলায় ড. আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, সৈয়দ মনজুরুল ইসলামসহ গুণী সাহিত্যিকদের এ পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়েছে।

Link copied!