আইনের মধ্য দিয়েই খালেদাকে বিদেশে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০৫:২১ পিএম

আইনের মধ্য দিয়েই খালেদাকে বিদেশে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএন‌পির চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আইনের মধ্য দিয়ে তাকে যেতে হবে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

সোমবার (২৯ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বি‌দে‌শি কূটনী‌তিক‌দের ব্রিফ শে‌ষে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এ কথা ব‌লেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা একজন সাজাপ্রাপ্ত আসামি’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে যে কোনো স্থানে খালেদা জিয়া তার চিকিৎসা করাতে পারেন। তি‌নি চাই‌লে বি‌দেশ থে‌কে চি‌কিৎসক আনি‌য়ে চি‌কিৎসা করা‌তে পা‌রেন।” তা‌কে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দেওয়া আছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।

ড. মোমেন আরও বলেন, “তি‌নি (খালেদা জিয়া) চাই‌লে চি‌কিৎসাপত্র বি‌দে‌শি ডাক্তারদের দ্বারা দে‌খি‌য়ে চি‌কিৎসা নি‌তে পা‌রেন। তবে চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে আইনের মধ্য দিয়ে যেতে হবে।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, বি‌দে‌শি কূটনী‌তিক‌দের সঙ্গে বৈঠ‌কে খা‌লেদা জিয়ার ইস্যু ছাড়াও কো‌ভিড, কপ-২৬, রো‌হিঙ্গা, জলবায়ুসহ এল‌ডি‌সি ইস্যু নি‌য়ে আলোচনা হয়েছে।  তিনি বলেন, “জলবায়ুসহ বেশ কিছু খাতে বাংলাদেশের সংকট রয়েছে। এসব খাতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।” রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে ব‌লেও মন্তব্য ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে রেজুলেশন নিতে সউদি আরবের প্রত্যক্ষ ভূমিকার জন্য দেশটির বাদশাহ ও সরকারকে ধন্যবাদ জানান।

Link copied!