বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে পদোন্নতি দিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।
সোমবার আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দ্য রিপোর্ট ডট লাইভকে জানিয়েছেন তিনি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করেন। এর আগে ২০২০ সালের ১৩ জুন মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম। একই বছরের ১০ জুলাই মারা যান সভাপতিমণ্ডলীর অপর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।
এতে শূন্য হয় সভাপতিমণ্ডলীর তিনটি পদ। এর মধ্যে ২টিতে দায়িত্ব পেলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমন্ডলী। ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন।
তারা হলেন- সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।