আগামী ২৮ মার্চ আধা বেলা হরতাল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২২, ০১:২২ পিএম

আগামী ২৮ মার্চ আধা বেলা হরতাল

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই হরতাল পালিত হবে। 

শুক্রবার সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মালনে জানান হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে এই হরতাল কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

এ প্রসঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে বলেন, ‘দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি সরকার মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে এবং খাদ্য নিয়ে সংকট দেখা দিয়েছে তা সমাধানের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সারাদেশে হরতাল কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮ মার্চ সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। আমরা আশা করি, আমাদের এই হরতাল কর্মসূচিতে প্রগতিশীল ও গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচিতে অংশ নেবে।’

Link copied!