আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৩, ০৫:১৫ এএম

আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে, যাতে কেটেছে তাপপ্রবাহ। এতে অসহ্য গরম থেকে রেহাই মিলেছে। আগামী সপ্তাহেও বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, ঈশ্বরদী, বদলগাছী, ময়মনসিংহ, নেত্রকোণা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল ভোলায় ঝড়-বৃষ্টি হয়েছে।

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায় ৭৬ মিলিমিটার। এসময় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
 
আবহাওয়া অফিসের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার ফেনী ও বান্দরবানে দেশের সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৮ ও ২২.২ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!