আঞ্চলিক সামুদ্রিক যোগাযোগ হাব হবে চট্টগ্রাম বন্দর: নৌ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ০৩:৪৩ পিএম

আঞ্চলিক সামুদ্রিক যোগাযোগ হাব হবে চট্টগ্রাম বন্দর: নৌ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দর 'রিজিওনাল মেরিটাইম কানেক্টিভিটি হাব' বা আঞ্চলিক সামুদ্রিক যোগাযোগ হাব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি এবং নবসংগৃহিত টাগবোটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “চট্টগ্রাম বন্দরের জন্য টাগবোট সংগ্রহ, সার্ভিস জেটি নির্মাণ, নিউমুরিং কন্টেইনার ওভারফ্লো ইয়ার্ড নির্মাণ এবং অন্যান্য স্থাপনা সংযোজন বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের জন্য নতুন মাইলফলক।”

এসময় মন্ত্রী বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে-টার্মনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে বলেও জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “চট্টগ্রাম বন্দরে খুবই গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক কর্মকান্ডের চেয়ে আরো বেশী গতিশীল হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। করোনা মহামারীর মধ‍্যেও উন্নয়ন শুধু দেশের মধ‍্যে নয়: সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অর্থনৈতিক উন্নয়নের দিকে ৫টি অগ্রসরমান দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে।”

তিনি বলেন, “বঙ্গবন্ধুর পর বাংলাদেশ সঠিক নেতৃত্ব পায়নি। এখন শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের রিজার্ভ ৫০ বিলিয়নের ওপরে, রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। দেশ তর তর করে এগিয়ে যাচ্ছে। এর চালিকাশক্তি চট্গ্রাম বন্দর। অর্থনীতির গেইটওয়ে চট্টগ্রাম বন্দর।”

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলে বিদেশীরা দেশে বিনিয়োগের জন্য ধর্না দিচ্ছে উল্লেখ করে তিনি দেশের ও বন্দরের স্বার্থরক্ষা করে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রায় ১৪ বছর পর চট্টগ্রাম বন্দরে নতুন একটি সার্ভিস জেটি চালু করা হলো। কর্ণফুলী নদীর তীরে নগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় ১ নম্বর জেটির উজানে এ জেটি নির্মাণ করা হয়েছে। সার্ভিস জেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৩ কোটি টাকা। জেটিতে ২২০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থের ৫ মিটার ড্রাফটের (গভীরতা) ১০০ মিটার লম্বা দুটি জাহাজ একসঙ্গে ভিড়তে পারবে। চট্টগ্রামে বন্দরের ১নম্বর গেইট সংলগ্ন সার্ভিস জেটির উদ্বোধন করা হয়।

Link copied!