আলালকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া নিয়ে মির্জা ফখরুল যা বললেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২২, ০৬:১৬ পিএম

আলালকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া নিয়ে মির্জা ফখরুল যা বললেন

‘চিকিৎসার নিয়মিত চেকআপের জন্য ভারত যাওয়ার সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গত ১২ জুন  সস্ত্রীক ঢাকা বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা অমানবিক ও ন্যক্কারজনক। এ ঘটনা অমানবিক, ন্যক্কারজনক ও সরকারের একরোখা নীতির বহিঃপ্রকাশ।’

মঙ্গলবার ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ভোটারবিহীন অবৈধ সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের ধারাবাহিকতায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে নিয়মিত চেকআপের জন্য ভারতে যেতে বাধা দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়,  ‘ইমিগ্রেশন কর্তৃপক্ষ চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয়কে আমলে না নিয়ে আলালকে বিদেশ যেতে বাধা দেয়ায় আবারও প্রমাণিত হলো- সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে নিঃশেষ করে দিতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘আলালকে সুচিকিৎসায় বাধা দেয়া বর্তমান শাসকগোষ্ঠীর একটি জঘন্য মানবতাবিরোধী কাজ। আমি সরকারের এ ন্যক্কারজনক ও নিষ্ঠুর কর্মকাণ্ডে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। অবিলম্বে আলালকে ভারতে চিকিৎসার জন্য যেতে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।’

Link copied!