আল জাজিরার প্রতিবেদন সরাতে রিট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ১০:৩৫ পিএম

আল জাজিরার প্রতিবেদন সরাতে রিট

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ শিরোনামে যে প্রতিবেদন প্রচারিত হয়েছে তা ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করার পর ওই আইনজীবী জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই রিট নিয়ে শুনানি হতে পারে।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা। বাংলাদেশ নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশের কারণে তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন সংস্থা ও সংগঠন।

প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরার সংবাদে তথ্যগত ভুল রয়েছে দাবি করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আল জাজিরা তার বিশ্বাস ও গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

ওই প্রতিবেদনের শিরোনামকে ‘উদ্দেশ্যমূলক’ এবং এর মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, কোনো তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে আল জাজিরার প্রতিবেদনটি করা হয়নি। এটা করা হয়েছে সমালোচনা করার জন্য, হেয় করার জন্য।

এছাড়া ওই প্রতিবেদনকে ভ্রান্ত ও ভিত্তিহীন বলে তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সেনা দপ্তর। ওই প্রতিবেদনকে ‘উদ্দেশ্যমূলক’ এবং স্বার্থান্বেষী মহলের কাজ বলে অভিহিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Link copied!