আসছেন প্রণয় ভার্মা, দোরাইস্বামীর বিদায় রীতি শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০১:৪৬ এএম

আসছেন প্রণয় ভার্মা, দোরাইস্বামীর বিদায় রীতি শুরু

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী নয়াদিল্লি ফিরছেন। আর তার স্থানে আসছেন প্রণয় কুমার ভার্মা। চলতি মাসেই দায়িত্বের এই পালা বদল ঘটতে যাচ্ছে। এরমধ্য দিয়ে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হচ্ছেন প্রণয় ভার্মা।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন দোরাইস্বামী। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সাক্ষাতের কথা রয়েছে। 

বিক্রম দোরাইস্বামী ভারতের ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন।

বিশ্বজুড়ে যখন করোনা মহামারি থাবা, ঠিক সেই সময়ে দোরাইস্বামী ঢাকায় দায়িত্ব পালন করতে আসেন।

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

Link copied!