ইংল্যান্ডে বাংলাদেশি জাহাজ রপ্তানি বড় অর্জন: নৌ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০২:০৩ পিএম

ইংল্যান্ডে বাংলাদেশি জাহাজ রপ্তানি বড় অর্জন: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, “জাহাজ নির্মাণের সুতিকাগার ইংল্যান্ডে আমরা জাহাজ রপ্তানি করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।বাংলাদেশ সরকার জাহাজ নির্মাণ শিল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং একারণেই বেসরকারিভাবে জাহাজ রপ্তানি করা সহজ হলো। এই সম্ভবনা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে।”

আজ মঙ্গলবার যুক্তরাজ্যে কনটেইনার জাহাজ হস্তান্তর কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, “মাতারবাড়ি সমুদ্রবন্দর, পায়রা বন্দর এবং চট্টগ্রাম বন্দরেও নানা উন্নয়ন হচ্ছে। আগামী দিনের সম্ভাবনার কথা চিন্তা করেই এসব উন্নয়ন করা হচ্ছে। সরকার দেশ ও জনগণকে নিয়ে স্ট্যাডি করে। আমরা সমন্নিত পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি।”

৬১০০ ডেডওয়েট টন ধারণক্ষমতা ও উচ্চগতি সম্পন্ন কন্টেইনার জাহাজটি যুক্তরাজ্যের ক্রেতা প্রতিষ্ঠান এনজিয়ান শিপিং কোম্পানির কাছে হস্তান্তর করেছে বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড।

রপ্তানি করা জাহাজটি নির্মিত হয়েছে সোনারগাঁওয়ের মেঘনাঘাটে। ৩৬৪ ফুট লম্বা জাহাজটি চওড়া ৫৪ ফুট এবং উচ্চতা ২৭ ফুট। এর ইঞ্জিনের ক্ষমতা ৪১৩০ হর্সপাওয়ার ও গতি ১২.৫ নটিক্যাল মাইল।

অনুষ্ঠানে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ বারী বলেন, ৩০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করছে আনন্দ শিপইয়ার্ড। বাংলাদেশ সরকার জাহাজ নির্মাণ শিল্পখাতকে বিশেষ গুরুত্ব এবং বিভিন্ন সুবিধা দিয়েছে। এজন্য এই খাত দিন দিন এগিয়ে যাচ্ছে।

Link copied!