ইসির সাথে শিক্ষাবিদদের বৈঠক শেষে যা জানালেন সাদেকা হালিম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২২, ০৬:৫৫ পিএম

ইসির সাথে শিক্ষাবিদদের বৈঠক শেষে যা জানালেন সাদেকা হালিম

নারী প্রার্থীদের সংখ্যা বৃদ্ধি করাসহ তারা যাতে সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেদিকটা নির্বাচন কমিশন দেখবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ সাদেকা হালিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম। ছবি:সংগৃহীত

রবিবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়তে পারেন-শিক্ষাবিদদের কেউ কেউ নির্দলীয় সরকারের বিষয়ে বলেছেন: সিইসি

সাদেকা হালিম বলেন, “আমরা নারীর অংশগ্রহণের কথা বলেছি। এটাও বলেছি যে, আরপিএতে উল্লেখ করা আছে যে ৩৩ শতাংশ নারী বিভিন্ন কমিটিতে নিয়ে আসার। উনারা আমাদেরকে কথা দিয়েছেন নারীর সংখ্যা বৃদ্ধি করা হবে।”  নারীরা যাতে সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেদিকে ওনারা দেখবেন বলেও তিনি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক এই তথ্য কমিশনার আরও বলেন, “আমরা বলেছি, দ্বাদশ যে জাতীয় নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও অংশগ্রহণমূলক হয়। কোন ধরনের সহিংসতা যেনো না হয়। যদি সহিংসতা হয় বা সহিংসতার শিকার যদি কেউ হয় তাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে কিভাবে সহযোগিতা করা যেতে পারে সে বিষয়ে আমরা কথা বলেছি।”

তিনি জানান, “এর পাশাপাশি অনেকেই বলেছেন যে প্রশাসনের নির্বাহী যে ভূমিকা থাকে সেটার সাথে তারা কিভাবে নিরপেক্ষতা বজায় রাখবেন। কেনোনা রাজনৈতিক দলটি আছেন ক্ষমতায় তারা তো সেখানে থাকছেন। এমপিরা থাকবেন, মন্ত্রী মহোদয়রা থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন সেই জায়গায় একটি স্বচ্ছ নির্বাচন কিভাবে হবে সেই বিষয়ের উপর সবাই জোর দিয়েছেন।”

প্রসঙ্গত, গত ৯ মার্চ নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, শিক্ষাবিদ, বিশিষ্টজন, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারী নেত্রী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে ইসি।

ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, আগামী ২২ মার্চ বিশিষ্টজনদের সঙ্গে এবং ৩০ মার্চ গণমাধ্যমকর্মীদের সঙ্গে বসতে পারে ইসি। অন্য মহলের সঙ্গে কবে নাগাদ বসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি।

Link copied!