ঈদের ছুটির সাথে মেঘলা আবহাওয়া: ঢাকা পুরোই ফাঁকা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ০১:২৩ পিএম

ঈদের ছুটির সাথে মেঘলা আবহাওয়া: ঢাকা পুরোই ফাঁকা

ঈদের সময়টায় রাজধানী ঢাকা থাকবে ফাঁকা এটিই প্রতি ঈদের দৃশ্য। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়েন অনেকেই। আর যারা রয়ে যান তাঁরা এই ফাঁকা ঢাকাতে উপভোগ্য সময় কাটান দারুণ আনন্দে। ঈদের দ্বিতীয় দিনেও মেঘাচ্ছন্ন আকাশ ও ফাঁকা ঢাকা যেন নাগরিকদের আলসেমি ও অবসরের আনন্দ বাড়িয়ে দিচ্ছে।

টানা ১৯ দিনের দাবদাহ শেষে ঈদের আগের দিন বৃষ্টি নেমে আছে ঢাকার বুকে। সবার অপেক্ষা ছিল ঈদেও নামবে বৃষ্টি। অবশেষে ঈদের দিন বিকেলে ১ মিলিমিটার বৃষ্টির দেখা মেলে। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টির আগমনের চিত্র তুলে ধরেছে। কয়েকফোঁটা বৃষ্টি এসেও ভিজেছে রাজপথ।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে সকালে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। উপকূলীয় জেলাগুলোতে দেখাতে বলা হয় ১ নম্বর সতর্ক সংকেত। যার প্রভাব পড়েছে রাজধানীতেও। সকাল থেকেই মেঘলা আকাশ ও বৃষ্টির ছোঁয়া। দাবদাহ থেকে মিলেছে রক্ষা।

রাজপথগুলোতেও নেই ব্যস্ত নগর পরিবহন। যারা বেরুচ্ছেন তাদের নিয়ে ঢিমেতালে চলছে কিছু যাত্রীবাহী বাস। তবে রিকশা ও সিএনজি অটোরিকশা চলছে দাপটের সাথে পুরো নগরজুড়ে। নগর পরিবহন কম হওয়ায় ব্যক্তিগত গাড়ির বাইরে নগরীর যাতায়াতের ক্ষেত্রে এই দুটি যানই বেশি ব্যবহৃত হচ্ছে।

রামপুরা, মৌচাক, সায়েদাবাদ, শনির আখড়া, কমলাপুর, গুলিস্তান, শাহবাগ, শান্তিনগর, মগবাজার, কারওয়ান বাজার, বাংলামোটর মোড়গুলোতে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাদেরই বেশি দেখা যায়। ভাড়া বেশি হলেও নগর পরিবহন কম হওয়ায় যাত্রীরাও বাধ্য হয়ে চড়ে বসছেন।

পুরো ঢাকাতেই দোকানপাট সব বন্ধ রেখে ঈদের ছুটি কাটাচ্ছেন দোকানদাররা। বেশকিছু দোকান ছাড়া প্রায় পুরো ঢাকার ব্যবসাবাণিজ্যেই লেগেছে ছুটির ছোঁয়া। 

ঈদের আগে ২ দিন ছুটি কাটিয়ে ঈদের পর একদিন সময় পাচ্ছে কর্মজীবীরা। তাই ঈদের পরদিনই ঢাকায় ফেরার চাপ থাকার কথা থাকলেও সড়কপথে তেমন একটা ভিড় দেখা যায়নি।

Link copied!