করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়নি। ওই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুস্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত । ওই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ঈদের প্রধান জামান অনুষ্ঠানের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে।ছবি: সংগৃহীত
আসছে ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় সিদ্ধান্ত হয়, আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।
সভায় জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে, করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় এবার জাতীয় ঈদগাহে অংশগ্রহণ করবেন অনেক মুসল্লি। এরই মধ্যে ঈদগাহ নামাজের জন্য প্রন্তুত করার কাজ শুরু হয়ে গেছে।