ঈদের সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৩, ১১:৪৮ এএম

ঈদের সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি

আসন্ন ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমানোর পাশাপাশি সড়কে দুর্ঘটনা কমাতে ঈদের সরকারি ছুটি এক দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

রবিবার (২ এপ্রিল) ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

২০ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটির জন্য সরকারের কাছে আবেদন জানায় এই সংগঠনটি। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর হতে পারে। সেক্ষেত্রে এর আগের দিন ঈদের ছুটি শুরু হবে। অর্থাৎ শুক্র-শনি-রবি এই তিনদিন ঈদের ছুটি।

মাত্র তিন দিনের ছুটির কারণে ভোগান্তিতে পড়তে হবে গ্রামে ঈদ করতে চাওয়া মানুষদের। ২০ এপ্রিল বৃহস্পতিবার ও ২১ এপ্রিল শুক্রবার নামবে ঈদযাত্রার ঢল।

একই দিনে এত মানুষ ঈদযাত্রায় নামলে সীমাহীন ভোগান্তি হবে বলে আশঙ্কা জানালেন যাত্রী কল্যাণ সমিতির সদস্যরা।

এর আগে ছুটি বাড়িয়ে ঈদযাত্রায় চাপ কমানোর ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, ছুটি বাড়ানো প্রধানমন্ত্রীর এখতিয়ার। সরকারপ্রধানকে পরিস্থিতি জানানো হবে।

অন্যদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করার উপায় খুঁজতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল মিয়ার সভাপতিত্বে সরকারপ্রধানের কার্যালয়ে কয়েকটি সভা হলেও সেখানে সরকারি ছুটি বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের সাথে সড়ক যোগাযোগ সহজ করতে তৈরি হওয়া পদ্মা সেতু এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে যাওয়ার বিকল্প পথ না থাকায় এবারও ঢাকা থেকে যাত্রাবাড়ি ও সায়েদাবাদে বেশ যানজটের সৃষ্টি হবে। অন্যদিকে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার অন্য দুই পথ গাবতলী সেতু ও টঙ্গিতে বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) নির্মাণকাজের কারণেও অনেক সময় যানজটে আটকে থাকতে হবে যাত্রীদের।

Link copied!