একসাথে জন্ম নেওয়া সেই তিন শিশুর নাম স্বপ্ন, পদ্মা ও সেতু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ১০:২৫ পিএম

একসাথে জন্ম নেওয়া সেই তিন শিশুর নাম স্বপ্ন, পদ্মা ও সেতু

নারায়ণগঞ্জে সায়মা আক্তার এ্যানি নামে এক গৃহবধূ একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন। আর পদ্মা সেতুর উদ্বোধনের মাত্র কয়েক দিন আগে তাদের জন্ম হওয়ায় শিশুদের নাম রাখা হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর নামে।

ওই গৃহবধূর তিন সন্তানের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। এ নিয়ে নারায়ণগঞ্জসহ সারাদেশে ব্যাপক আলোচনা চলছে। ওই গৃহবধূ তার তিন সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার গৃহবধূ সায়মা আক্তার এ্যানি। স্বামী আশরাফুল ইসলাম ব্যবসায়ী। স্ত্রীর গর্ভে সন্তান আসার পর থেকেই আনোয়ার খান মডার্ন হাসপাতালের গাইনী চিকিৎসক ডাক্তার বেনজীর হক পান্নার তত্ত্বাবধায়নে ছিলেন। আলট্রাসোনোগ্রামেই ধরা পড়ে গর্ভে তিন সন্তান। এ কারণে বিশেষ যত্ন শুরু করেন ডাক্তার।

নিয়মিত চেকআপের পর শুক্রবার (১৭ জুন) নারায়ণগঞ্জ নগরীর হেলথ রিসোর্ট হাসপাতালে জন্ম নেয় ফুটফুটে তিন শিশু। প্রথম জন্ম নেয় ছেলে শিশুটি। তারপর একে একে জন্ম নেয় দুই মেয়ে শিশু।

শিশু তিনটির নাম পদ্মা সেতুর আদলে কেন রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে ওই গৃহবধূর চিকিৎসক বেনজীর হক পান্না জানান, “তিনটি শিশু জন্মের পর থেবে আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। ওজন ঠিক আছে। সিজারিয়ান অপারেশন করে প্রথম সন্তান মাকে দেখানোর পর হঠাৎ কেমন করে যেন মুখ দিয়ে বের হয়ে আসে এই যে তোমার স্বপ্নের সন্তান। তিনি বলেন, একে একে বাকি দু’টি সন্তান বের করে তাদের বলি, দেশের আলোচিত সেতু আমাদের টাকায় নির্মিত পদ্মা সেতুর নামে তোমার তিন সন্তানের নাম রাখতে চাই। রোগীর পরিবার তাতে রাজি হয়ে যায়। নাম রাখি স্বপ্ন, পদ্মা ও সেতু। স্বপ্নের পদ্মা সেতুর নামে।”

বর্তমানে নারায়ণগঞ্জের একটি  বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে মা ও তিন শিশু। প্রতিদিনই হাসপাতাল কর্তৃপক্ষ মা ও তিন বাচ্চাদের প্রতি আলাদা খেয়াল রাখছেন। বর্তমানে তিন শিশু ও মা সুস্থ আছে।

Link copied!