এবার রাজধানীর ফুলবাড়িয়ায় বরিশাল প্লাজা মার্কেটে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৩, ০৯:০৩ এএম

এবার রাজধানীর ফুলবাড়িয়ায় বরিশাল প্লাজা মার্কেটে আগুন

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার ট্র্যাজেডি এক সপ্তাহও পার হয়নি।বঙ্গবাজারের পাঁচটি মার্কেটে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চোখের পানি এখনও শুকিয়ে যায়নি। এরই মধ্যে একই এলাকায় আগুন লেগেছে  বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে ওই মার্কটে আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল ফারুক। পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন,শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বঙ্গ ইসলামিয়া মার্কেটের বরিশাল প্লাজা থেকে ওই আগুনের সূত্রপাত।প্রায় চল্লিশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো।

গত মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনা হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছেন কয়েক হাজার ব্যবসায়ী। আগুনে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

Link copied!