রাজধানীর কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি ফোন ও মানিব্যাগ চুরি হয়েছে। ঈদুল ফিতরের প্রথম দিনের টিকিট বিক্রির বিষয়ে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনের সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, “তার দুটি ফোন ও মানিব্যাগ চুরি হয়েছে। এর মধ্যে অফিসের সিমসহ একটি স্যামসাং মোবাইল ফোন, একটি রিয়েলমি সেট ও মানিব্যাগে থাকা টিকিট বিক্রির প্রায় ৪৫ হাজার টাকা ছিল।”
চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘কে নিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি।’
তিনি বলেন, সাংবাদিকেরা আমার কাছে থাকা একটি কাগজের ছবি তুলছিলেন। এ সময় যে চুরি করেছে, ওই ব্যক্তি আমার পেছন দিয়ে এসে ফোন ও মানিব্যাগ নিয়ে দ্রুত রুম থেকে বের হন। ঘটনাটি আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেছি।”
প্রসঙ্গত, শনিবার সকাল থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়েছে।
টিকিট কিনতে যা লাগবে
টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখিয়ে টিকিট ক্রয় করতে হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।