করোনা:ময়মনসিংহ মেডিকেলে কমেছে মৃত্যু ও শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২১, ১১:১৮ এএম

করোনা:ময়মনসিংহ মেডিকেলে কমেছে মৃত্যু ও শনাক্ত

করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও কমে গেছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। তবে তাদের সংখ্যা প্রতিনিয়ত কমছে।  

বুধবার ( ০১ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১১ জন ভর্তি হয়েছেন। এনিয়ে বুধবার( ০১ সেপ্টেম্বর) পর্যন্ত আইসিউতে ১০ জনসহ মোট ১৪৬ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার( ০১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। মৃত অন্য ৪ জন করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে চিবকৎসাধীন ছিলেন।

এদিকে, মংমনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্ট ডটলাইভকে জানান, বুধবার (০১ সেপ্টেম্বর)  গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৬ জন। এই সময়ে ৬১২ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ১২ দশমিক ৪১। 

তিনি আরও জানান, ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৪ জন।

Link copied!