করোনায় ঢাবি শিক্ষকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২১, ০৬:১৭ পিএম

করোনায় ঢাবি শিক্ষকের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসান। করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা নিয়েও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হলেন এই শিক্ষক।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “অসুস্থতা নিয়ে ড. মাহমুদ হাসান হাসপাতালে ভর্তি হয়। গত ৭-৮ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দুই ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। তারপরও করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে ড. মাহমুদ হাসানকে নিজ জেলা রাজবাড়ীতে দাফন করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ জন বর্তমান,সাবেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন।

Link copied!