ডিসেম্বর ৭, ২০২২, ০৬:৩৩ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ড, পর্তুগাল-মরক্কো, ব্রাজিল মাঠে খেলবে আর আমরা খেলবো বিএনপির ভোট চুরির বিরুদ্ধে।
বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপিকে বলছি, তৈরি হয়ে যান। এবার খেলা হবে আপনাদের দুর্নীতি, দুঃশাসন-জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে।
ওবায়দুল কাদের বলেন, তিনি বলেন, এই সরকার উন্নয়নের সরকার। এই সরকার জনগণের সরকার। বিদ্যুৎ সংকট কোথাও নেই। গভীর রাতেও ঘরে বসে অনায়াসে কাতার বিশ্বকাপের খেলা দেখতে পারছে এদেশের মানুষ। কাতারের মাঠে আর্জেন্টিনা-নেদারল্যান্ড, পর্তুগাল-মরক্কো এবং ব্রাজিল যেমন মাঠে ফুটবল খেলছে, ঠিক তেমনি আমরাও বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে খেলবো। তাদের অগ্নিকাণ্ড, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, সাম্প্রদায়িকতা ও হাওয়া ভবনের বিরুদ্ধে খেলবো আমরা।
জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথির মধ্যে অন্যান্যরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনসহ অনেকে।