সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:০৯ পিএম
কারাগার থেকেই মাস্টার্স পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন ছাত্র অধিকার পরিষদ নেতা সোহেল মৃধা। রবিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কারাগারেই তার পরীক্ষা নেওয়ার আদেশ দেন।
ছাত্র অধিকার পরিষদের তিতুমীর কলেজ শাখার সভাপতি ও কলেজটির বাংলা বিভাগের শিক্ষার্র্থী মাস্টার্স পরিক্ষার্থী। গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর বিরোধী মিছিলের সময় পুলিশের ওপর হামলা ঘটনায় ২৫ মার্চ তিনি মতিঝিল থেকে গ্রেপ্তার হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের মধ্যে ঢাকার তিতুমীর কলেজও রয়েছে। এসব কলেজের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। যার মধ্যে রয়েছে।
এদিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সোহেলের জামিন আবেদনের শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। এ অবস্থায় গত ২ সেপ্টেম্বর সোহেলের আইনজীবী খাদেমুল ইসলাম কারাবিধি অনুযায়ী জেলখানাতেই পরীক্ষা নেওয়ার আবেদন করেন।
শুনানিতে আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, ‘এই পরীক্ষা সোহেলের মৌলিক অধিকারের বিষয়, তার জীবনের প্রশ্ন’।